peperonity.net
Welcome, guest. You are not logged in.
Log in or join for free!
 
Stay logged in
Forgot login details?

Login
Stay logged in

For free!
Get started!

Text page


new.bangla.choti.peperonity.net

বর্ষায় গিয়েছিলাম গ্রামে

৩ ঘন্টা ট্রেন লেট! সকাল ৭ টায় পৌছানোর কথা কিন্তু সখীপুর স্টেশনে গিটারটা কাঁধে নিয়ে নামলাম সকাল ১০টা বাজে। জীবনের দ্বিতীয় মহাপরীক্ষা মানে ইন্টার দিয়ে গ্রামের বাড়িতে গেলাম বেড়াতে।ক্লাস ৫ এ বৃত্তি পাওয়ার পর গ্রামে লোকজনকে খাওয়ানোর উপলক্ষে শেষবারের মত গিয়েছিলাম আবার গেলাম ইন্টার পরীক্ষা শেষ করে।
যেই চাচা আমাকে রিসিভ করতে এসেছে সে আমাকে নিয়ে স্টেষন থেকে বের হয়ে যখন কিছুদুর হেটে পানি ভরা মাঠের দিকে নিয়ে গেল তখনই জানলাম রিক্সা ভ্রমনে আমাদের গ্রামে যাওয়া সম্ভব না কারন রাস্তার কিছু কিছু জায়গায় পানি উঠেছে তাই নৌকা করে যাওয়াই সহজ।

আমাদের গ্রামটার নাম খুব সুন্দর বনমালা।রেলস্টেশন� �া পাশের গ্রামে,সেখানে নেমে রিকশায় করে যাওয়ার রাস্তাটাও অনেক দীর্ঘ প্রায় ১ ঘন্টার মত সময় লাগে।আমার মনে আছে শেষবারে যখন এলাম আঁকাবাঁকা রাস্তার পাশে ফসলের খোলা মাঠে মাঝে মাঝেই ছন্নছাড়া তালগাছ,খেজুর গাছ আর কিছু কিছু বাড়িতে পুকুরের পাশে নারকেল গাছ আমার খুব ভাল লেগেছিল দেখতে।ঘন সবুজ গ্রামগুলোর সৌন্দর্য যাচাই করতে উপমা যথেষ্ট নয় দর্শনের অনুভবই একমাত্র উপায়।

তবে এবার আমি বর্ষায় আসাতে রাস্তা পরিবর্তন হয়েছে।আমাদের যেতে হবে নৌকো করে।
মন খারাপ করে নৌকা চড়লাম।ছোট কোষা নৌকি কিন্তু কিছুক্ষন পরেই বিলের পানি আর শাপলা-শালুকের গন্ধে কেমন করে যেন ভাল লাগা শুরু হলো।ঝাকাঝাকি ট্রেন থেকে নেমে খুব মসৃন নৌকার গতিও ভাল লাগছিল আরও ভাল লাগলো যখন আমাদের ছোট নৌকোটা পানি থেকে প্রায় ২ হাত লম্বা হয়ে থাকা ধইঞ্চা ক্ষেতের ভেতরে সরু পথে ঢুকলো।আমি নৌকার সামনে জোড়াসনে বসে বসে এসব দেখতে দেখতে কি যে আনন্দ পাচ্ছিলাম!
চাচা বললো যে বর্ষাকাল বেড়ানোর জন্য ভাল না তবে যদি শহুরে মনটার সাথে কম্প্রোমাইজ করে বাংলার বর্ষা আর নিজের জন্মভুমিকে আপন করে নিতে পারি তবে খুবই অসাধরন অভিজ্ঞতা নিয়ে ঢাকা ফেরৎ যেতে পারবো।

এই চাচাকে আমার খুব ভাল লাগে কারন উনি গ্রামে থাকলেও কবিতা,গান এবং রাজনীতি নিয়ে খুব সচেতন, প্রচুর সিগারেট খায় মানে সব মিলিয়ে পিনিকের লোক।।মিলন নামের চাচাটা আমাদের বাসায় খুব নিয়মিতই যাতায়েত করতো। আমি ছোট থাকতেই আমার সাথে বন্ধুর মত গল্প করতো,বলতো যে জীবনে শুধু পড়াশোনা করলেই হবে না বরং চতুর্মুখী জ্ঞান অর্জন করতে হবে ...
Next part ►


This page:
Help/FAQ | Terms | Imprint
Home People Pictures Videos Sites Blogs Chat
Top
.